Code

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Second Header

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Thursday, August 20, 2015

ট্রাম আর শহর


ট্রাম আর শহর

পাতাঝরা রাস্তায় ব্যস্ত নির্বাক ট্রাম
চলেছে শীতের ধূসর মেঘ উড়িয়ে..
একলা মলিন ট্রাম-লাইন ধরে...
নাহ..একেবারে একলা নয় সে..
বুঝলাম তখন, যখন আমার হাতে ধরা গিটার
গেয়ে উঠলো "এলভিস প্রিসলি", কিংবা "জন লেনন"
বুঝলাম, খোলা জানলা দিয়ে শনশন করে বয়ে আসা
মিঠে রোদের হাওয়াও আছে আমাদের সঙ্গে 
আছে কত মানুষ যারা আজও অবাক চোখে
দেখে জীবনের এই স্বল্প- গতিময়তা..
হতে পারে সে মৃদু-মন্থর..বয়সের ভারে গর্বিত তার প্রৌর মন 
তবু রোমান্টিক সে, ইতিহাসের পাতায়...
কিংবা বসন্তের নিস্তব্ধ বিকেলে ময়দানের পাশে
গুটিগুটি নিবির যাওয়া-আসা..
দেখছিলাম কেমন সুন্দর কালো রাস্তার সারি অভিবাদন দিচ্ছে
উঁচু উঁচু বাড়ি আর হোর্ডিং-পোস্টার এর গা বেয়ে চুইয়ে পরা বিকেলের রোদ
আমার পা বেয়ে ছড়িয়ে পড়ছে ট্রাম-এর এলো-মেলো নীরবতায়
হয়ত তুমি ভাবলে, সুর বাঁধার অছিলায় চলে এলাম কত যেন দূরে..
নাহ! আমি ছিলাম কবিতার সন্ধানে,আর শহর-টাকে বাঁধার এক সুরে..

No comments:

Post a Comment